মুরাদনগরে দিনমজুর মনির হোসেনকে হত্যার করে লাশ পলিথিন মুচড়ানো ড্রামে ভরে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে আটক নিহতের ছোট ভাই স্ত্রী শাহিদা-প্রেমিক ইব্রাহিম ও আামেনাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দিনমজুর নাম মনির হোসেন (৪৫) কুমিল্লার মুরাদনগর উপজেলা মুরাদনগর সদর ইউনিয়ন ইউসুফ নগর গ্রামের মৃতঃ আব্দুল মতিন ছেলে। মনির হোসেন স্ত্রী শাহিনুর আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় ৬জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ৩ জন গ্রেফতার হলেও বাকি ৩জন পালাতক রয়েছে।