চট্টগ্রামের ফটিকছড়িতে ১৬ মাস বয়সী আতকিয়া আয়শা ও আফরোজা আফরিন (২৮) নামের মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সম্প্রতি উপজেলা সদরের কামাল ভবনের নিচ তলার শয়ন কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পরে লাশ দুটি থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। নিহত আফরিন ওই এলাকার মো. আনোয়ার হোসেনের স্ত্রী। আনোয়ার চট্টগ্রামের বাশঁখালী উপজেলায় একটি অর্থলগ্নি প্রতিষ্ঠানে চাকুরী করেন এবং ঘটনার সময় তিনি কর্মস্থলেই ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিমান করে সকালের দিকে আফরিন তার শিশুকন্যা আতকিয়াকে গোসল করানোর কথা বলে শয়ন কক্ষের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ তাদের কোনো সাঁড়া-শব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যরা দরজা খুলতে চেষ্টা চালান। কিন্তু তাতে তারা সকলে ব্যর্থ হন। পরে বিষয়টি থানায় জানালে ফটিকছড়ি থানার একদল পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মা-মেয়ের লাশ উদ্ধার করেন। এসময় মেয়ের লাশ নিচে এবং মায়ের লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিলো।