মাগুরা সংবাদদাতা : ১৯ এপ্রিল ২০২৫ তারিখে মাগুরা অডিটোরিয়ামে মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি ৪), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক, মোঃ অহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ আমিরুল ইসলাম, চার উপজেলার এটিইও বৃন্দ, ইউআরসি ইন্সটাক্টরবৃন্দ, বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে উপদেষ্টা মহোদয় মা অভিভাবকদের কথা শোনেন এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের উপর আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন। পরবর্তীতে উপস্থিত অতিথিবৃন্দ সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।