আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলী কৃষি বিভাগের উদ্যাগে উপজেলার প্রান্তিক বাদাম চাষীদের মাঝে বাদমের বীজ বিতরণ কারা হয়েছে। ৭ জানুয়ারি বেলা ১১ টায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী উপজেলার ১২০ জন কৃষকের হাতে ১০ কেজি করে বাদামের বীঝ তুলে দেন। এ সময় আমতলী উপজেলা কৃষি অফিসার মো: রাসেল, কৃষি সম্প্রসারণ অফিসার পপি সাহা, বন কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মো: ফেরদৌস (প্রমুখ) উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
আমতলীতে কৃষকের মাঝে বাদাম বীজ বিতরণ
বরগুনার আমতলী কৃষি বিভাগের উদ্যাগে উপজেলার প্রান্তিক বাদাম চাষীদের মাঝে বাদমের বীজ বিতরণ কারা হয়েছে।