রংপুরের পীরগাছায় ড্রিমারস স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “ক্যারিয়ার ভাবনা” শীর্ষক ক্যারিয়ার সচেতনতা ও দিকনির্দেশনা প্রদানমূলক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। নবম শ্রেণিতে স্ট্রিম নির্বাচন—সায়েন্স, আর্টস ও কমার্স—সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদানই ছিল এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) রামগোপাল হোসেনিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সংগঠনটির আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বজলুর রশিদ মুকুল।
প্রধান বক্তা হিসেবে মোটিভেশনাল আলোচনা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল সংসদ সাহিত্য সম্পাদক আবিদ হাসান রাফি। আরও আলোচনা রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাব্বির আহাম্মেদ সাঈদি।

৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, বিষয়ভিত্তিক সম্ভাবনা ও একাডেমিক প্রস্তুতি—এ সবকিছু নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত বক্তারা। পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
প্রোগ্রামে আলোচিত প্রধান বিষয় ছিল- স্ট্রিম নির্বাচন (Science–Arts–Commerce) সম্পর্কে স্পষ্ট ধারণা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও পথনির্দেশনা, একাডেমিক কুইজ ও পুরস্কার বিতরণ, প্রশ্নোত্তর পর্ব ও অনুপ্রেরণামূলক আলোচনা।
কারমাইকেল কলেজের মেধাবী শিক্ষার্থী রবিউল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও শিক্ষা অনুরাগী মাওলানা হুমায়ুন বাদশা, রামগোপাল হোসেনিয়া দাখিল মাদরাসা সভাপতি শাহিনুর রশিদ কামাল, রামগোপাল হোসেনিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু তালেব, শিক্ষক আতাউর রহমান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোস্তাফিজার রহমান, জাহিদ হাসান, কাজল মিয়া, সোহেল রানা, রাকিবুল ইসলাম রাফি, রোকন মিয়া, আল আমিন, আশিক আলি, আবু সাঈদ রাসেল, শহিদ ইসলাম ও জাফর মিয়া।
ড্রিমারস স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আহবায়ক মোশারফ হোসেন জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে সচেতন ও প্রস্তুত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ শিক্ষামুখর পরিবেশ সৃষ্টি হয়।