DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

লালমনিরহাটে রমযানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল জনমনে স্বস্তি

লালমনিরহাটে পবিত্র রমযান মাসকে কেন্দ্র করে বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকায় ক্রেতা সাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জেলা সংবাদদাতা
Printed Edition
sdfsf

লালমনিরহাটে পবিত্র রমযান মাসকে কেন্দ্র করে বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকায় ক্রেতা সাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অন্যান্য সময়ে পবিত্র রমযান মাসে নিত্যপণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা গেলেও এবারের রমযানে ব্যতিক্রম চিত্র দেখা গেছে। সরকারের জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা বাজার তদারকি এবং বিভিন্ন পদক্ষেপের কারণে চিনি, ডাল, খেজুর, পেঁয়াজ, শসা, আলু, টমেটো, ডিম, রসুন, কাঁচা মরিচ, শুকনো মরিচ, আদাসহ বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গত বছরের তুলনায় এ বছর। অনেকটাই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সাধারণ জনগণ।

বুধবার ১২/৩/২৫ ইং তারিখ লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রোজার নিত্যপণ্য হিসেবে পরিচিত প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০টাকা, খেজুর মানভেদে ১৫০ থেকে ৫৫০টাকা, লেবু হালি প্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫টাকা। মসুর ডাল মানভেদে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা, খেসারির ডাল ১১০ থেকে ১২০, শুকনা বুন্দিয়া কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৮০থেকে ২০০ টাকা, ফ্রেশ সয়াবিন তেল এক লিটার বিক্রি হচ্ছে ১৭৫টাকা, রূপচাঁদা সয়াবিন তেল ১৭৫ টাকা, চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১৮থেকে ১২০টাকা, মুড়ি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৫থেকে ৭০টাকা, চিড়া কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০টাকা। সেই সাথে স্থিতিশীল সবজির বাজারও।

আলু মান ও জাতভেদে ১৪ টাকা থেকে ২০ টাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে। পিঁয়াজ প্রতি কেজি ১৫ থেকে ৪০ টাকা, রসুন প্রতি কেজি ১০০ থেকে ১৬০টাকা, আদা ১০০ থেকে ১২০টাকা, শুকনা মরিচ এক পোয়া (২৫০ গ্রাম)৯০ থেকে ১০০, বেগুন ২০ থেকে ৩০ টাকা, কাঁচামরিচ ৩৫ থেকে ৪০ টাকা, সিম জাতভেদে ২০ থেকে ৪০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, পটল ৯০ থেকে ১০০ টাকা, টমেটো ৬ টাকা থেকে ১২ টাকা, পেঁপে ১৫ থেকে ২০ টাকা, ফুলকপি ১০ থেকে ১২ টাকা, বাধাকপি ৫ থেকে ১০ টাকা, গাজর ১০ থেকে ১৫ টাকা, শশা ১৫ থেকে ১৮ টাকা, মিষ্টি কুমড়া কেজি প্রতি ২০ থেকে ২৫টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ১৫ থেকে ২৫ টাকায়।