খুলনা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা ‘টকিং টাইটান্স ৩.০’। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৩ ও ২৪ মে দুইদিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩নং একাডেমিক ভবনের বাংলা ডিসিপ্লিনের নাটমন্ডপে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, বর্তমানের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথাগত শিক্ষায় নয়, নেতৃত্ব ও তথ্য-প্রযুক্তি দক্ষতার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের কো-কারিকুলা এবং এক্সট্রা কারিকুলার এ্যাক্টিভিটিস তরুণদের আত্মপ্রকাশের সুযোগ করে দেয়, যা ভবিষ্যতে তাদের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার উদ্দেশ্য শুধু ডিগ্রি অর্জনে সীমাবদ্ধ নয়, বরং একটি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার ভিত তৈরি করা। এই প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস তৈরি করে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হয়।
এ সময় আরও বক্তৃতা করেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর। সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আনাম নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিন্দিতা বিশ্বাস ও পূজা বসু।
এই প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়-পাবলিক স্পিকিং (বাংলা), পাবলিক স্পিকিং (ইংরেজি) এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। ২৩ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি রাউন্ড এবং আজ ২৪ মে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার তিনটি বিভাগেই বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ। পাবলিক স্পিকিং (বাংলা) বিভাগে বিচারক ছিলেন বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রুবেল আনছার। পাবলিক স্পিকিং (ইংরেজি) বিভাগের বিচারকের দায়িত্ব পালন করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। প্রেজেন্টেশন বিভাগের বিচারক ছিলেন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর সেহরীশ খান। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিশেষ আকর্ষণ হিসেবে একটি সেশন নেয় জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার, লেখক ও কনটেন্ট নির্মাতা সাদমান সাদিক। সংক্ষিপ্ত সেশন শেষে তিনি বিজয়ীদের নাম ঘোষণা করেন।
প্রতিযোগিতায় পাবলিক স্পিকিং (বাংলা) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা রহমান তুলি এবং রানারআপ হয়েছেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিয়া ইসলাম মিম। পাবলিক স্পিকিং (ইংরেজি) বিভাগে চ্যাম্পিয়ন হন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মালিহা আনজুম এবং রানারআপ হন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা জাহান। প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মোকাররম হোসাইন এবং রানারআপ হয়েছেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাফিয়া ওয়াহিদ নির্ঝর।