চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগে কর্মরত এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে চেকপোস্টের নতুন ভবনের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
পুলিশ কনস্টেবল শামীম রেজা সাজু (৩২) কুষ্টিয়ার মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাসেম আলীর ছেলে বলে জানা গেছে।
জানা যায়, অন্যান্য দিনের মতো ডিউটি শেষে বৃহস্পতিবার রাতে চেকপোস্টের নতুন ভবনের একটি কক্ষে ঘুুমাতে যান শামীম রেজা সাজু। শুক্রবার সকালে তাকে ডাকতে যেয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে রুমের ভেতরে সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার এক সহকর্মী।
খবর পেয়ে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।