গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীনস্থ বিভিষন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ২১৯/৭১-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি খাড়ির ঘাট নামক স্থান দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটককৃত পাঁচজনই বাংলাদেশী নাগরিক এবং তারা ভারতের বিভিন্ন কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফেরার চেষ্টা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের গোমস্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজিবি’র এ ধরনের তৎপরতায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

পুশইন করা ১৪ ভারতীয়

দৌলতপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে বিজিবি

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশুসহ ১৪ জন ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি। গতকাল রোববার দুপুর ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া মদনের ঘাট নাম সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৯/১-এস এর নিকট মদনের ঘাট নামক সীমান্ত দিয়ে প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ জলঙ্গী ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় চল্লিপাড়া ও রামকৃষ্ণপুর বিওপির টহলদল শিশুসহ ১৪ জন ভারতীয় নাগরিককে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠালে বিএসএফ তাদের আটক করে নিজ হেফাজতে নেয়। ভারতে ফেরত পাঠানো ১৪জন ভারতীয় নাগরিককে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে একই সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে এবং বাঁধা দেয়। এ ঘটনার প্রতিবাদ জানালে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে ভারতীয়দের ফেরত নিয়ে যায় বিএসএফ। পরে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ দর্শনা উপজেলার নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে পুনরায় তাদের বাংলাদেশে পুশইন করে। পুশইন করা ১৪জন ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশক্রমে গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া মদনের ঘাট নামক সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হলে বিএসএফ তাদের আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

ভারতে ফেরত পাঠানো ৫জন পুরুষ, ৫জন নারী ও ৪জন শিশুসহ ১৪জন ভারতীয় নাগরিকের বাড়ি ভারতের উড়িশ্যা প্রদেশের জগতসিংহপুর জেলার তারিকুন্ড গ্রামে এবং এরা সকলে হিন্দি ভাষা-ভাষী ও একই পরিবারের সদস্য। ভারতীয়দের ফেরত পাঠানোকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মিজান উপস্থিত ছিলেন।

ফেরত পাঠানো ভারতীয় নাগরিকদের মধ্যে রয়েছেন, মৃত শেখ হারুন শেখের ছেলে শেখ জব্বার (৭০), শেখ জব্বারের ছেলে শেখ হাকিম (৪৫), শেখ ওকিল (৪০), শেখ রাজা (৩০), শেখ বান্টি (২৮), শেখ উকিলের স্ত্রী শাবেরা বিবি (৩০), শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৪০), শেখ রাজার স্ত্রী মাইনু বিবি (২৫), শেখ জব্বারের স্ত্রী আলকনি বিবি (৬০), মৃত শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৯০), শেখ উকিলের মেয়ে শাকিলা খাতুন (১১) এবং শেখ রাজার মেয়ে নাছরিন আক্তার (১২), ছেলে শেখ তাওহিদ (১১) ও আড়াই বছরের শিশু শেখ রহিত। ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, গত ২৫ ডিসেম্বর ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। পরবর্তীতে বিএসএফ রাতের আঁধারে দর্শনা সীমান্ত দিয়ে পুনরায় পুশইন করে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের আবারও ভারতে ফেরত পাঠানো হয়েছে।