সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার বাজারগ্রাম মৌজায় বসবাসরত দীর্ঘদিনের স্থায়ী অধিবাসীরা তাদের বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জমি হিসেবে দাবি করা ওই এলাকায় বর্তমানে প্রায় ৪০০ অধিক হতদরিদ্র পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছে। উচ্ছেদ প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট দপ্তর থেকে মাইকিং করায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের পক্ষে ইদ্রীস আলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি জমা দিয়েছেন।

স্বারকলিপিতে তারা দাবি করেন, ১৯৬২ সালের এসএ খতিয়ানে এই জমির মালিক তারা। পরবর্তীতে ১৯৬৪-৬৫ সালে সওজ জমি অধিগ্রহণ করলেও কোনো ক্ষতিপূরণের টাকা পরিশোধ করেনি। মাঠ জরিপে ৩০ ধারায় এবং পরে বি.আর.এস খতিয়ানেও অনেকের নামে রেকর্ড প্রকাশিত হয়েছে বলে দাবি করেন তারা। তবে কিছু রেকর্ড না পাওয়ায় বর্তমানে ৮৬/২২ নম্বর দেওয়ানি মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।

স্বারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ওই জমিতে তারা প্রায় ১১০ বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। এলাকার পরিবারগুলো নিজেদের জমিতে বাড়ি নির্মাণ করেছেন, রয়েছে পূর্বপুরুষ ও আত্মীয়দের কবরস্থানের অবস্থানও। সওজ গত ৬০ বছরেও কখনো উচ্ছেদের চেষ্টা না করলেও এখন হঠাৎ উচ্ছেদের ঘোষণা তাদের জীবনকে অনিশ্চয়তায় ফেলেছে।