মাগুরা সংবাদদাতা : মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আগামী ২৩ এপ্রিল বুধবার সকল আসামীর উপস্থিতিতে চার্জ শুনানির দিন ধার্য করেছেন আদালত।

গতকাল রোববার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এম জাহিদ হাসানের আদালতে মামলার সকল আসামীর উপস্থিতিতে শুনানির পর আদালত চার্জশিট গ্রহণ করে।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন, মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামীদেরকে জেলা কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এরই মধ্যে বিচারক এ মামলাটি আমলে নিয়েছেন। আদালত আগামী ২৩ এপ্রিল বুধবার এ মামলার চার্জ শুনানির দিন ধার্য করেছেন।