নারী বিষয়ক সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করে কমিশনের সদস্যদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে নগরীর সাহেব বাজার এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

'বাঁচাও ঈমান, বাঁচাও দেশ' স্লোগানে সংগঠনটির জেলা ও মহানগর শাখা এই কর্মসূচির আয়োজন করে। প্রথমে জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোনাদিঘীর মোড় ও কুমারপাড়া হয়ে ফের সাহেব বাজার জিরোপয়েন্ট এসে সমাবেশ করা হয়। সমাবেশে হেফাজতের নেতারা বলেন, গত ১৯ এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে। তারা এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে। আইন তৈরিতে এখনই উদ্যোগ নিতে সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে তা প্রয়োগ করতে বলা হয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে তা বাধ্যতামূলক করা হবে। হেফাজত নেতারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল করতে হবে, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল রাখা, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার করা এবং ফিলিস্তিনে ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ করা।

সমাবেশে হেফাজতে ইসলামের রাজশাহী মহানগর শাখার সভাপতি মুফতি নুর মুহাম্মদ, সহ-সভাপতি জাকারিয়া হাবিব, জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মুফতি আবু তাহের, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, মহানগরের সদস্য হাফেজ মাওলানা মো. ইসমাইল হোসেন মাহমুদিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।