গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএনসি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি দুপুরে গোমস্তাপুর থানাধীন লালাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৩০ দশমিক ৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মোঃ আসাদুল হক (৪১) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসাদুল হক লালাপুর গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ডিএনসির উপ-পরিদর্শক মামুনুর রশীদ।
ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, জেলার সীমান্তবর্তী এলাকাসহ সর্বত্র মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।