যশোর সংবাদদাতা : যশোরের অভয়নগর উপজেলায় দুবাই প্রবাসী হাসান খালাসি (৩১)কে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ই জুন) ভোর রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাসান ওই গ্রামের হাবিবুর রহমান খালাসীর ছোট ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নাউলি বাজার সংলগ্ন চাঁদের বিল এলাকার একটি মাছের ঘেরপাড়ে হাসানের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের বড় ভাই এস এম মুন্না জানান, হাসান কুয়েত প্রবাস থেকে চার মাস আগে দেশে ফিরেছিলেন। দেড় মাস আগে তাঁর বিয়ে হয়। সহজ-সরল প্রকৃতির হাসান সবার সঙ্গে মিলেমিশে চলতেন। সম্প্রতি কিছু সন্দেহজনক লোকের সঙ্গে আড্ডা দিতেন, যাদের আচরণ ভালো ছিল না। কোনো শত্রুতা ছিল না, তবে আর্থিক লেনদেনের কারণে এ হত্যাকা- ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, ঘটনাস্থলে পুলিশ, ডিবি ও টিম কাজ করছে। হত্যাকা-ের কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে চারজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।