পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন (১৬) ও তার মামা সাজেদুল ইসলাম(২২) কে ধরে নিয়ে যাওয়ার ৮ ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (০২ মে) রাত আড়াইটার দিকে তাদেরকে ফেরত দেয় বিএস এফ।

বিজিবি সূত্রে জানা যায়, তাদেরকে ফেরত দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪২ নম্বরের ১ নম্বর উপপিলারের বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর শূন্যরেখা থেকে ৫ গজ অভ্যন্তরে এদিন গভীর রাতে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) রংপুরের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেমের নের্তৃত্বে ৫ সদস্য ও ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমাড্যান্ট ইন্সপেক্টর সুজিত কুমারের নের্তৃত্বে ৫ জন সদস্য অংশ নেন।

বৈঠকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিজিবি বলেন, বিএসএফের গোমতি ক্যাম্পের টহল দলের সদস্যরা বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে প্রবেশ করে গাটিয়ারভিটা এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। বিএসএফ এ কথা অস্বীকার করে জানায়, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ওই দুই বাংলাদেশি ভারতের ভেতরে ঢুকে ছবি ও ভিডিও করতে থাকে। এ সময় বিএসএফ তাদেরকে চলে যেতে বললে তাঁরা ফিরে না গিয়ে আপত্তিকর কথা বলে এবং বিএসএফ সদস্যদেরকে ভিডিও করতে থাকে। এতে ওই দুইজনকে আটক করে নিয়ে যায় বিএসএফ। বৈঠকে বাংলাদেশি নাগরিকদেরকে সীমান্ত অতিক্রম না করতে বিজিবিকে ব্যবস্থা নিতে বলে বি এস এফ। বিজিবি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে বিএসএফকে জানান। আলোচনা শেষে রিমন ও সাজেদুলকে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। রাতেই স্বজন ও জনপ্রতিনিধিদের নিকট থেকে মুচলেকা নিয়ে তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করে বিজিবি।

রিমন পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহমতপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাক হোসেনের ছেলে। আর সাজেদুল বগুড়ার মহাস্থানগড়ের বকুলতলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সাজেদুল পাটগ্রামের এলাকায় বোনের বাড়ি বেড়াতে এসে ভাগিনা ইমনকে নিয়ে বাড়ির পাশের সীমান্তে চা বাগান দেখতে যান।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তে প্রধান পিলার ৮২৫ নম্বরের ১ নম্বর উপপিলার সংলগ্ন শূন্যরেখার ভারতীয় চা বাগান দেখতে যায় তাঁরা। এ সময় মোবাইল ফোনে নিজেদের ছবি তোলার সময় ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।