মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রবিবার “মার্চ টু গাজীপুর” কর্মসূচি পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ। বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ী সড়কে আয়োজিত সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, গতকাল সোমবার (৫ মে) সারাদেশে সড়ক-মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের পুবাইলের হায়দরাবাদ আখলাছ জামে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে গত ২৭ এপ্রিল একদল ব্যক্তি গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠালে সেদিন রাতেই তিনি মারা যান। এ ঘটনার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ-এর নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা “মার্চ টু গাজীপুর” কর্মসূচি ঘোষণা করে।
গত রোববারের কর্মসূচিতে অংশ নিতে সংগঠনের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ী সড়কে জড়ো হন এবং খোলা ট্রাকের ওপর দাঁড়িয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এক সমাবেশে বক্তৃতা দেন।
সমাবেশে অধ্যক্ষ স.উ.ম. আবদুস সামাদ বলেন, পরিকল্পিতভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে ইমাম রইস উদ্দিনকে হত্যা করা হয়েছে। তিনি ইসলামি ছাত্রসেনা ঢাকা মহানগরের নেতা ছিলেন। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বাংলার মানুষ এ হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার আহ্বানে সোমবারের সড়ক-মহাসড়ক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
বক্তারা বলেন, সুফিবাদী ইমাম রইস উদ্দিনকে শুধুমাত্র সুন্নি মতাদর্শের কারণে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই দেশের প্রচলিত আইনের মাধ্যমে। মব ভায়োলেন্স ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন– আহলে সুন্নাত সেন্ট্রাল স্ট্যান্ডিং কমিটির সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম. আবদুস সামাদ, উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, মুফতি গিয়াস উদ্দীন তাহেরী, এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, এডভোকেট ইকবাল হাসান, মুহাম্মদ আবদুল হাকিম, আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুল আলীম, পীরজাদা মাহদী হাসান, শাইখ মহিউদ্দিন হামিদী, অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা, সহকারী অধ্যাপক মাওলানা আহমেদ রেযা প্রমুখ।
জিএমপি’র পুবাইল থানার ওসি, আমিরুল ইসলাম জানান, ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সাজেদা আক্তার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলায় অভিযোগ করা হয়, পূর্ব বিরোধ ও প্রতিহিংসার জেরে একটি পক্ষ তাকে হত্যা করেছে।