যশোরের সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছয় তলার কার্নিশ ধসে দুই প্রকৌশলীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির তত্ত্বাবধানে সার্কিট হাউজ রোডের ইকবাল মঞ্জিলের পাশে ১০ তলা বিশিষ্ট ভবনটির নির্মাণকাজ চলছিল। কাজের সময় হঠাৎ ভবনের ছয় তলার কার্নিশ ভেঙে নিচে পড়ে যান তিনজন।
নিহতরা হলেন, কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের প্রকৌশলী আজিজুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জের নির্মাণ শ্রমিক নুরু (৪৫)। ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা ভবনটির আশপাশে ভিড় করেন। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা।
এ প্রসঙ্গে এলাকাবাসী সাংবাদিকদের জানান, ভবনটি নির্মাণে কোনো ধরনের নির্মাণ বিধিমালা বা বিল্ডিং কোড মানা হয়নি। বহুদিন ধরেই ভবনটির কাজ ত্রুটিপূর্ণভাবে চলছিল। এলাকাবাসী ও পথচারীরা দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে চলাফেরা করছিলেন। তার দাবি, ভবনটি একটি প্রভাবশালী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছত্রছায়ায় নির্মিত হচ্ছিল। দ্রুত এটি সিলগালা করা প্রয়োজন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। প্রশাসনের পক্ষ থেকে ভবনের নির্মাণকাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে।