মোহাম্মাদ মনিরুজ্জামান : মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের খালাস কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি প্রথমবারের মতো আসা এই বড় চালানটি নিয়ে এমভি উইকোটা নামের জাহাজটি গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মোংলা বন্দরের ফেয়ারওয়েতে নোঙর করে। জাহাজটি ভিড়ার পর খাদ্যশস্যের নমুনা সংগ্রহ করে গুণগতমান পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় গমের মান অনুমোদিত হওয়ায় রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে খালাস কার্যক্রম শুরু করা হয়।

মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, জাহাজটি ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে এসেছে। এর মধ্যে ৩৫ হাজার ৭৫ মেট্রিক টন গম মোংলার বিভিন্ন খাদ্য গুদামে সংরক্ষণের জন্য নির্ধারিত হয়েছে। বাকি অংশ পর্যায়ক্রমে খুলনা, বরিশাল ও রাজশাহীর গুদামগুলোতে পাঠানো হবে। তিনি বলেন, জাহাজটি আকারে বড় এবং গভীরতায় বেশি হওয়ায় নিরাপত্তা ও দক্ষতা নিশ্চিত করতে সেটিকে ফেয়ারওয়েতে রেখে খালাস করা হচ্ছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত জি-টু-জি সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর এ২এ-১-এর মাধ্যমে এই চালানটি এসেছে। এ চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে প্রথম চালানে গত ২৫ অক্টোবর ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন এবং দ্বিতীয় চালানে ৩ নভেম্বর ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম দেশে আসে। ১৪ নভেম্বর পৌঁছানো এই চালানটি তৃতীয়, যা মিলিয়ে এখন পর্যন্ত তিন ধাপে ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে এসেছে।