চুয়াডাঙ্গার কোষাঘাটায় অবস্থিত ৫৭ গো গ্রীন সেন্টার এর ট্রেনিং সেন্টারে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে, পি কে এস এফ এর অর্থ্যায়নে ধান বীজ উৎপাদন সংরক্ষণ ও বিপণন বিষয়ক ২দিনের অনাবাসিক কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কৃষ্ণরায়, অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমিন আক্তার উপজেলা কৃষি অফিসার দামুড়হুদা, অভিজিত কুমার বিশ্বাস অতিরিক্ত কৃষি অফিসার দামুড়হুদা, ওয়েভ ফাউন্ডেশনের কামরুজ্জামান যুদ্ধ সিনিয়র সমন্বয়কারী, কৃষি বিদ ফায়সাল মাহমুদ জোয়ার্দার, সহকারী কৃষিবিদ ফেরদাউস হোছাইন সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণপ্রাপ্ত সফল কৃষক আতিয়ার রহমান ও আলমগীর হোসেন তাদের প্রতিক্রিয়ায় বলেন এই প্রশিক্ষণে ধান বীজ উৎপাদন সংরক্ষণ এবং বিপনন কিভাবে করতে হবে তা আমরা হাতে কলমে শিখতে পেরেছি।