গাজীপুর-৬ (টঙ্গী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ডা. হাফিজুর রহমান বলেছেন, আমরা এমন একটি টঙ্গী গড়তে চাই, যেখানে মানুষ নিরাপদে চলাফেরা করবে, আইনশৃঙ্খলা থাকবে সুশৃঙ্খল, দুর্নীতি ও ভয়ভীতি মুক্ত পরিবেশে নাগরিকরা শান্তিতে বসবাস করবে।

শনিবার বাদ মাগরিব টঙ্গীর চেরাগ আলী স্কয়ার রোডে ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা নুর মোহাম্মদ মণ্ডল, এবং সঞ্চালনা করেন ওয়ার্ড নায়েবে আমীর ফিরোজ আল মাহমুদ। হাফেজ আনোয়ার হোসেনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ডা. হাফিজুর রহমান বলেন, টঙ্গীর মানুষ বছরের পর বছর অব্যবস্থাপনা, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির শিকার। আমি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত টঙ্গী গড়ে তুলব—যেখানে নাগরিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, টঙ্গী জেনারেল হাসপাতালে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসাসেবায় ভোগান্তির শিকার হচ্ছেন। আমি অঙ্গীকার করছি—নির্বাচিত হলে হাসপাতালটিকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্রে পরিণত করা হবে, যাতে রোগীরা বিনামূল্যে ওষুধ ও যথাযথ চিকিৎসা পান। উন্নয়ন মানে দুর্নীতি নয়—উন্নয়ন মানে মানুষের কল্যাণ।

সভায় আরও বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আনেয়ার হোসেন, শ্রমিক নেতা হাজী মনসুর আলী, ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মু. সানাউল্লাহ, ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এস. এম. সোলাইমান, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নিয়ামত উল্লাহ ভূঁইয়া, যুববিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোহন, এবং টঙ্গী পশ্চিম থানা শিবির সভাপতি আরাফাত হোসেন।

বক্তারা বলেন, টঙ্গীর মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে—তারা সুশাসন, সেবা, এবং স্বচ্ছ রাজনীতির প্রত্যাশায় ডা. হাফিজুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। টঙ্গীতে তার এই জনসম্পৃক্ত প্রচারণা ন্যায়ের রাজনীতির জোয়ার সৃষ্টি করেছে।