রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এ এস বি আর এম নামে এক ষ্টীল মিল কারখানার শ্রমিকরা। এসময় শ্রমিকরা সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে দেয় এবং টায়ারে আগুন ধরিয়ে দেন।

মঙ্গলবার( ৪ নভেম্বর) দুপুরে উপজেলার বরপা এলাকায় কয়েকশ শ্রমিক এই অবরোধে অংশ নেন। এক ঘণ্টা অবরোধের পর তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।

বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এএসবিআরএম স্টীল মিল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দেই দিচ্ছি বলে নানা টালবাহানা শুরু করেন। মঙ্গলবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি। এ কারণে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে চলে এসে মালিকপক্ষের সাথে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে এ এসবিআরএম স্টীল মিল কারখানা কর্তৃপক্ষের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যশোরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ আটক ১

যশোর সংবাদদাতা : যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাতে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া এলাকা থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ কুদ্দুস নামে এক যুবককে আটক করা হয়।

আটক কুদ্দুস শার্শা উপজেলার বড় আচড়া গ্রামের কাজল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, কুদ্দুস একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

ডিবি পুলিশের এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কুদ্দুসের হাতে থাকা একটি স্কুলব্যাগ থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্র জানায়, আটক কুদ্দুস দীর্ঘদিন ধরে যশোর ও আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। এর আগেও তার বিরুদ্ধে চারটি মাদকের মামলা রয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, আটক কুদ্দুসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, মাদক নির্মূলে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের সহযোগিতা পেলে এ ধরনের অপরাধ আরও সহজে দমন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।