তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসাদুল ইসলাম নামে এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে রায়গঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহমেদ স্বপন(৩৯)সহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ছিনতাইয়ের শিকার মুদি ব্যবসায়ী আসাদুল ইসলামের পিতা নূরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামী করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, গত রোববার দুপুরে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

মামলার অন্য আসামীরা হলেন ধানগড়া উত্তরপাড়া মহল্লার কামরুজ্জামান বাবুর ছেলে প্রান্ত (২৫), বেতুয়া গ্রামের দেরাজ আলীর ছেলে শাহীন সেখ (২৬) এবং মহেশপুর ঝাপড়া গ্রামের আবু আক্তারের ছেলে তানভীর (২৩)।

মামলার এজাহারে বলা হয়েছে, আসাদুল ইসলাম ধানগড়া বাজারের একজন পাইকারি মুদি ব্যবসায়ী। তিনি ধানগড়া প্রামাণিকপাড়ার বাসিন্দা নূরুল ইসলামের ছেলে।