গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক নেতাকে গুলির ভয় দেখিয়ে ছিনতাই করা মোটরসাইকেল মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে গাজীপুর মহানগর এনসিপির সদস্য মোঃ হাবিব চৌধুরী অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিয়ে তার মালিকানাধীন ইয়ামাহা ব্র্যান্ডের কালো রঙের অনটেস্টেড আর-১৫ মোটরসাইকেলটি বিক্রি করতে বাসন থানাধীন যোগীতলা দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে অবস্থান নেন। এসময় ক্রেতা সেজে দুই অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে এসে প্রায় এক ঘণ্টা ধরে মোটরসাইকেলটি পর্যেবক্ষণ করে।
এক পর্যায়ে তাদের একজন মোটরসাইকেলটি চালু করলে অপরজন হাবিব চৌধুরীর কাছে গিয়ে আগ্নেয়াস্ত্র বের করে দুটি ফাঁকা গুলি ছোড়ে। প্রাণভয়ে হাবিব মোটরসাইকেলের পেছনে দৌড় দিলে তাকেও লক্ষ্য করে পুনরায় গুলি ছোড়া হয়। তবে সৌভাগ্যক্রমে কোনো গুলি তার শরীরে লাগেনি। এরপর ছিনতাইকারীরা দ্রুতগতিতে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে মহানগর পুলিশের একাধিক টিম মাঠে নামে বলে জানান পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। তিনি বলেন, অপরাধ দমনে জিএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং যেকোনো অপরাধের ক্ষেত্রেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকদের সহযোগিতা পেলে অপরাধীদের আরও দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, শুক্রবার বিকাল সোয়া পাঁচটার দিকে আশকোনা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমের সনাক্তমতে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজেই শনাক্ত করেছেন।
বাসন থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাইয়ে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী মোঃ হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চানের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় বসবাস করছেন এবং এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।