মোহাম্মাদ মনিরুজ্জামান, মোংলা : বিভিন্ন অবকাঠামোগত চ্যালেঞ্জ, জনবল সংকট এবং আধুনিক সরঞ্জামের অভাব থাকা সত্ত্বেও স্বাস্থ্যসেবার মান ধরে রেখে খুলনা বিভাগের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিনই নানা সীমাবদ্ধতার মুখোমুখি হওয়া সত্ত্বেও সরকারি চিকিৎসাসেবার প্রতি অনুগত থেকে কাজ করে যাচ্ছেন এখানকার চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। সেবা নিতে আসা মানুষজনও সন্তুষ্ট এই ধারাবাহিক উন্নতিতে। সংশ্লিষ্টরা মনে করেন, প্রয়োজনীয় সরকারি সহায়তা পেলে সেবার মান আরও দ্রুত সম্প্রসারিত করা সম্ভব।

১৯৮৪ সালে ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০০৭ সালে ৫০ শয্যায় উন্নীত হয়। দূর-দূরান্তের মানুষ চিকিৎসা নিতে এখানে ভরসা করে আসেন। কিন্তু একটি ঝুঁকিপূর্ণ ভবন, সীমিত লোকবল এবং অভাবনীয় আধুনিক সরঞ্জাম চিকিৎসাসেবা প্রদানে বাধা তৈরি করে। তবুও স্বাস্থ্যকর্মীদের মনোবল ভাঙেনি; তারা প্রতিদিন নিজেদের সর্বোচ্চটা দিয়েই এলাকাবাসীর চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছেন। এই নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক স্কোরিংয়ে খুলনা বিভাগের সেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে সিজারিয়ান সেকশন, হারনিয়া অপারেশন এবং এপেন্ডিসেটমি নিয়মিত রুটিন ওটি হিসেবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি জরুরি অস্ত্রোপচারও প্রয়োজন অনুযায়ী করা হচ্ছে। সেবা নিতে আসা অনেক রোগীর মতে, ভবনের জরাজীর্ণ অবস্থা ও ঝুঁকিপূর্ণ পরিবেশ উদ্বেগ তৈরি করে। তবে চিকিৎসা ও পরিষেবার মান তাদের আশ্বস্ত করে।