বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগের উদ্যােগে ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। বুধবার চট্টগ্রাম ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগের সেক্রেটারি ফরিদা খানমের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগের শূরা সদস্য জয়নাব বেগম নাহিদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম অঞ্চল সহকারী সেক্রেটারি রায়হান জামিলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. জান্নাত আরা পারভীন। এসময় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি হাসিনা ইয়াসমিন রীনা, অধ্যক্ষ আশফা আহসান হেলেন প্রমুখ।
চট্টগ্রাম মহানগরী সহ-সেক্রেটারি হাসিনা ইয়াসমিন রীনা বলেন, ইসলামী শিক্ষা ব্যবস্থা বলতে বোঝায়, ইসলাম ধর্মের আদর্শ ও মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠা শিক্ষাব্যবস্থা। এটি কেবল ধর্মীয় জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে ইসলামের শিক্ষা ও নির্দেশনা অনুসরণ করা এর মূল লক্ষ্য। ইসলামী শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হলো কুরআন ও সুন্নাহ (নবী মুহাম্মদ (সাঃ) এর বাণী ও জীবন আদর্শ)। তিনি ইসলামী শিক্ষা ব্যবস্থার কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন: ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং আখিরাতে মুক্তি অর্জন করা।
প্রধান বক্তা রায়হান জামিলা বলেন, ২ আগস্ট টি এস সি তে ধর্ম নিরপেক্ষ শিক্ষা বাস্তবায়নের আয়োজনে তিনি ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারই প্রেক্ষিতে বাম সংগঠনের সন্ত্রাসীরা তাকে হত্যা করে। ইসলামী সমাজ ব্যবস্থার জন্য প্রয়োজন ইসলামী শিক্ষা ব্যবস্থা আল্লাহ নবী রাসুল পাঠিয়েছেন ইসলামী সমাজ ব্যবস্থা বাস্তবায়নের জন্য আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি তার রাসুলকে পাঠিয়েছেন সত্য বিধান সহকারে তা সকল মতবাদের উপর প্রতিষ্ঠিত করে দেন। কাফেরদের কাছে যতই অসহনীয় হোক না কেন এ লক্ষে রাসুল (সা:) সাহাবীদের দিয়ে প্রথম শিক্ষাকেন্দ্র গঠন করেন। উপমহাদেশে ৮০০ বছর ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু ছিল। উৎস ছিল আল কোরআন। ১৭৫৭ সালে ইংরেজরা দখল করার পর ইসলামী শিক্ষা ব্যবস্থার ধ্বংস হয়। আমাদেরকে কুরআন হাদীস থেকে অনেক দূরে সরিয়ে ফেলা হয়েছে। রাসুল (সাঃ) এর সময়ে সাহাবীরা এত ইসলামী জ্ঞানে সমৃদ্ধ ছিল সমাজের রন্ধে রন্ধে যে দোষত্রুটি ছিল তা দূর হয়ে গিয়েছে। শহীদ আব্দুল মালেক যে কারণে জীবন দিয়েছেন। আজকে সরকারের কাছে জোর দাবি জানাতে হবে। ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রচলন করা হয় তাহলে আপনা আপনি ইসলামী সমাজ ব্যবস্থা চালু করা যাবে। এই শিক্ষা ব্যবস্থা জ্ঞান এবং বিজ্ঞানের সমন্বয় থাকবে।
বিশেষ অতিথি প্রফেসর ড. জান্নাত আরা পারভীন বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে উম্মাহর কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। জ্ঞানের উৎস কুরআন, হাদিস, ইজমা,কিয়াস এ মৌলিক উৎস থেকে যে জ্ঞান তা উম্মাহর কল্যাণে বয়ে আনবে। পুরো লাইফস্টাইল এরই ভিত্তিতে হতে হবে।
সভাপতির বক্তব্যে মহানগরী সেক্রেটারি ফরিদা খানম বলেন, শহীদ আব্দুল মালেকের সংক্ষিপ্ত সংগ্রামী জীবনী তুলে ধরেন। তিনি নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তে নৈতিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পক্ষে জনমত গড়ে তোলার জোরালো আহবান জানান। কোরআনের শিক্ষায় আলোকিত করতে হবে প্রতিটি ঘর।