বগুড়ায় জুসবারের তুচ্ছ ঘটনায় দুই সাংবাদিককে মারপিটের ঘটনার মূলহোতা নিষিদ্ধ সংগঠন বগুড়া শহর ছাত্রলীগের আবির হাসান বিদ্যুৎ কে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (৩ মে) বিকেলে শহরের মালতিগর এলাকা তেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। সে মালতিনগর দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকাস্থ জেলখানা মোড়ে অবস্থিত ফ্রেস জুস বারের সামনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়নকে কতিপয় আসামীগণ বেধড়ক মারপিট ও লাঞ্চিত করে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি মামলা হয়।
এছাড়া শাজাহানপুর থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।
মামলার সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি বিদ্যুৎ কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিদ্যুৎ কে শাজাহানপুর থানায় দায়েরকৃত অস্ত্র আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।