বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান। উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে ড. শফিকুর রহমান গাজীপুরের সার্বিক রাজনৈতিক অবস্থা, তৃণমূলের জনগণের প্রত্যাশা, সংগঠনের অগ্রগতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান বলেন, গাজীপুর একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক জনপদ, এখানকার মানুষ ন্যায়, সততা ও পরিবর্তনের রাজনীতি চায়। আমি বিশ্বাস করি, গাজীপুর-৬ আসনের প্রার্থী ড. হাফিজুর রহমান তৃণমূলের জনগণের ভালোবাসা ও আস্থার প্রতীক হয়ে উঠবেন। তাঁর নেতৃত্বে এই জনপদে ন্যায়ভিত্তিক রাজনীতি আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে আমাদের প্রয়োজন এমন নেতৃত্ব যারা ক্ষমতার নয়, বরং জনগণের সেবার রাজনীতি করে। ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা একটি সুশাসিত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই।

এ সময় ড. হাফিজুর রহমান গাজীপুর-৬ আসনের মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং বলেন, আমি গাজীপুরের মানুষের ভালোবাসায় বড় হয়েছি, এই জনপদের উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠাই আমার জীবনের লক্ষ্য। ইনশাআল্লাহ, আমীরে জামায়াতের দোয়া ও জনগণের সমর্থন নিয়ে আমরা একটি সৎ, সেবাধর্মী ও জবাবদিহিমূলক রাজনীতির দৃষ্টান্ত গড়ব।

সাক্ষাৎ শেষে আমিরে জামায়াত ড. হাফিজুর রহমানের প্রতি দোয়া ও শুভকামনা জানান, এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এই যাত্রায় সফলতার কামনা করেন।