সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম জুয়েল (৩৭) নামে একজন অটো চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপের হেলপার মো. আলমগীর (২২) কে আটক করেছে পুলিশ। নিহত জাহিদুল ইসলাম জুয়েল পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে।

গতকাল মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম। তিনি বলেন, ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছে। তবে প্রত্যক্ষদর্শীরা হেলপারকে আটক করে আমাদের কাছে দিয়েছেন। পিকআপ এবং হেলপার আমাদের কাছে আটক রয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।