দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : জাতীয় সংসদ নির্বাচনের অনেক আগেই স্থানীয় সরকার নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা শাখা। এরই ধারাবাহিকতায় দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে সংগঠনটি। গত ১৭ আগষ্ট বিকেল থেকেই ফেইসবুক পাড়া সরগরম হয়ে উঠেছে প্রার্থীদের ছবি সম্বলিত বিভিন্ন স্ট্যাটাস ও মন্তব্য।

দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সাবেক ছাত্রনেতা, দাউদকান্দি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এবং বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা (উত্তর) জেলার সেক্রেটারি মাওলানা মোঃ মোশাররফ হোসেনের। দীর্ঘদিনের সংগঠনিক অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ে সক্রিয়তার কারণে তাকে উপজেলায় জামায়াতের অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় সাবেক ছাত্রনেতা, বর্তমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা (উত্তর) জেলার সহ-সেক্রেটারি জেনারেল জনাব এডভোকেট মোখলেছুর রহমানের নাম। পেশায় আইনজীবী এ নেতা দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকা-ের সাথে যুক্ত।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন কুমিল্লা জেলা জামায়াতের সক্রিয় নেত্রী জনাবা বিলকিস আক্তার। নারী সমাজে তার গ্রহণযোগ্যতা এবং দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব দিয়ে তাকে প্রার্থী ঘোষণা করা হয়।

স্থানীয় জামায়াত নেতারা বলেন, “জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই দাউদকান্দিতে একটি আদর্শিক ও কল্যাণমুখী উপজেলা পরিষদ গঠন করা হবে। স্থানীয় উন্নয়ন, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই প্রার্থীরাই উপযুক্ত প্রতিনিধি।”

তারা আরও জানান, জাতীয় নির্বাচনের অনেক আগে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী ঘোষণা করে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে মাঠ সংগঠনকে শক্তিশালী করাই মূল লক্ষ্য।