খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে প্রাইভেট কারÑভ্যান সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তরুণ মোড় শিপলু তেল পাম্পের সামনে প্রাইভেট কার ও ভ্যানের সংঘর্ষে শফিকুল ইসলাম (৪৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম কুমারখালী সদকী ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম কুমারখালী বাসস্ট্যান্ড থেকে তরুণ মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ ২৪-৩৯০৬ এসে তার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই রইজ উদ্দিন ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, “আমরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই প্রাইভেট কারটি পালিয়ে যায়। নিহত শফিকুল ইসলামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।”

হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।