চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর কাপড়ের হাটের মুল জায়গা দখল করে নির্মীত ফ্যাসিষ্ট আওয়ামীলীগের কার্যালয়সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে এলাকার ব্যাবসায়ীরা। রোববার দুপুরের দিকে এনায়েতপুর হাটখোলা চত্বরের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এনায়েতপুর হাট ইজারাদার, হাট বণিক সমবায় সমিতি লিমিটেড এবং তাঁত কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক ব্যবসায়ীসহ এলাকার সর্বস্তরের মানুষঅংশ নেন।

মানববন্ধনে এনায়েতপুর হাট বনিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি আব্দুল খালেক, তাঁত কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি আতাউর রহমান, হাটের ইজারাদার আনিসুর রহমান, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক জি কে ফরিদ ও ব্যবসায়ী হাজী তারা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় ব্যবসায়ীরা অভিযোগ করেণ, দীর্ঘদিন ধরে এনায়েতপুর হাটের মূল জায়গার ওপর ফ্যাসিষ্ট আওয়ামীলীগ তাদের দলীয় কার্যালয় নির্মান করেছে। এছাড়া একাধিক অবৈধ স্থাপনা, দোকান ঘর ও বসত-ভিটা গড়ে তুলেছে প্রভাবশালীরা। সুযোগ বুঝে ইচ্ছেমত এসব দখল করছে তারা। এতে হাটের মোট ৩১.৩৮ একর জায়গার মধ্যে প্রায় ২১.৩৮ একর ভূমি এখনো দখলদারদের কবলে রয়েছে।

এতে হাটের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীদের জন্য কাপড় বিক্রির সেড, ছাউনি ভঙ্গুর হয়ে গেছে। নেই ড্রেনসহ পানি ও টয়লেট সুবিধা। এ কারণে ক্রেতা-বিক্রেতারা সুবিধা বঞ্চিত হচ্ছে। এতে সরকারের রাজস্ব আদায়ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবিষয়ে জেলা প্রশাসক বরাবর একাধিকবার অভিযোগ দাখিল করা হলেও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।

এবিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুর রহমান জানান, ইতোমধ্যে বিষয়টি অবগত করেছে ইজারাদার। সরেজমিন গিয়ে পেরিফেরিভুক্ত জায়গা দখল মুক্ত করতে উচ্ছেদ নোটিশ দিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।