দীর্ঘ একযুগ পর অবশেষে স্বস্তি ফিরে এসেছে গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ জয়দেবপুর-নীলেরপাড়া-পূবাইল সড়কজুড়ে। বহুল প্রতীক্ষিত সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও আশাবাদ। শুক্রবার বিকেলে দক্ষিণ ছায়াবিথী থেকে ইছালি ব্রিজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কের ঢালাই কাজ পরিদর্শনে ভিড় করেন শতাধিক স্থানীয় বাসিন্দা। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬ কোটি টাকা, যেখানে কিছু অংশে ঢালাই ও কিছু অংশে কার্পেটিংয়ের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক সরফ উদ্দিন আহমেদ নিয়মিত পরিদর্শন ও তদারকি করছেন। তিনি বলেন, “গুণগতমান বজায় রাখতে ইঞ্জিনিয়ারদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের টাকায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তাই এলাকাবাসীও দেখবেন—কাজ ঠিকভাবে হচ্ছে কিনা।

শুক্রবার সরকারি ছুটির দিনেও সড়কের বাঙালগাছ এলাকায় সরেজমিন পরিদর্শনে আসেন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এস. এম. শামসুর রহমান। নাতিকে সঙ্গে নিয়ে আসা প্রকৌশলী সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হচ্ছেÑএটাই আমাদের প্রাপ্তি।

৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পুবাইল কলেজের সাবেক প্রভাষক আব্দুল লতিফ বলেন, “বছরের পর বছর আমরা কাদাপানি ও ধুলাবালির ভোগান্তি সহ্য করেছি। এখন উন্নয়নের কাজ শুরু হওয়ায় মনে হচ্ছে, সত্যিই আমাদের কথাগুলো কেউ শুনেছে।

স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক, পথচারীসহ সকল শ্রেণি-পেশার মানুষও রাস্তার কাজের মান দেখে স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, বর্ষা এলে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যেত। এবার যেন গুণগতমান ঠিক রেখে সময়মতো কাজ শেষ হয়—এটাই তাদের প্রত্যাশা। এলাকাবাসী গাজীপুর সিটি কর্পোরেশন এবং প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি শুধু একটি রাস্তা নয়—এটি যোগাযোগ, শিক্ষা, ব্যবসা এবং এলাকার সামগ্রিক উন্নয়নের প্রধান সড়ক। তাই এর টেকসই উন্নয়ন বাস্তবায়ন হলে পুরো অঞ্চলের চিত্র বদলে যাবে।