মুন্সীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৪ই অক্টোবর মঙ্গলবার মধ্যরাতে মুন্সীগঞ্জের লৌহগঞ্জ উপজেলার কলমা, গাওদিয়া ও বেজগাঁও সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার অপরাধে ৮ জন জেলেকে প্রায় ১০ কেজি ইলিশ মাছ ও আনুমানিক ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ আটক করা হয়।

আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং লৌহজং থানার পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।