গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর আবাসিক হলগুলোতে একযোগে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫” পালিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজ ক্যাম্পাস গঠন ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিই ছিল মূল লক্ষ্য। এটি বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের মাস্টার প্ল্যানের অংশ।

সোমবার দুপুর সাড়ে ১২টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শহীদ তাজউদ্দীন আহমেদ হল থেকে কর্মসূচি শুরু হয়ে নতুন ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল এবং নতুন ছাত্র হলে পর্যন্ত এগিয়েছে। প্রতিটি হলে উন্নত জাতের বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ মৃধা, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ভাইস-চ্যান্সেলর বলেন, ‘‘বৃক্ষরোপণ শুধু সৌন্দর্য বৃদ্ধির কাজ নয়, এটি জীবনের প্রতীক ও পরিবেশ রক্ষার শক্তিশালী হাতিয়ার। হলগুলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ, এখান থেকেই আগামী দিনের কৃষিবিদ, বিজ্ঞানী ও গবেষক গড়ে উঠবে। সবুজ পরিবেশ শিক্ষার্থীদের চিন্তাভাবনা ও সৃজনশীলতাকেও প্রেরণা দেয়।’’

উল্লেখ্য, জুলাই’২৪ গণঅভ্যুত্থানকে স্মরণ করে ও বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী ইতোমধ্যেই ক্যাম্পাসে ভেষজ ও ফুলজাতীয় বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।