শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার শাজাহানপুরে জামায়াতে ইসলামীর নেতা মরহুম জামায়াত আলীর কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম রব্বানী।

গতকাল বুধবার দুপুর ১টায় শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ কবর জিয়ারত ও সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, আমরুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মোমিন, বিশিষ্ট ব্যবসায়ী আজাদুর রহমান, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও প্রযুক্তি সম্পাদক গোলাম আজম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুম জামায়াত আলীর ছোট ভাই আব্দুল জলিল, ছেলে জাহাঙ্গীর আলম ও তারেকুর রহমান।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মরহুম জামায়াত আলীর ইসলামী আন্দোলনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। একই সঙ্গে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।