বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আজকের এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আজকের যুব সমাজ মাদকের করাল গ্রাসে, সন্ত্রাস-চরিত্রহীনতার ভয়াল ছায়ায় দিন দিন বিপথগামী হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করে এবং মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। শুক্রবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্যারেড মাঠে এক বর্ণাঢ্য ডা. এ কে এম ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা যদি যুব সমাজকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে পারি, তাহলে একটি মাদকমুক্ত, মানবিক ও উন্নয়নমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। এই আয়োজন তারই একটি বাস্তব দৃষ্টান্ত।
ডা. এ কে এম ফজলুল হক সম্পর্কে প্রধান অতিথি বলেন, ডা. এ কে এম ফজলুল হক একজন জনদরদী চিকিৎসক ও সমাজসেবক। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি সবসময় সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকেছেন। একজন শিক্ষানুরাগী, মানবিক নেতা ও নৈতিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ হিসেবে তিনি সকল শ্রেণির মানুষের আস্থা অর্জন করেছেন। চট্টগ্রাম-৯ আসনে তিনি সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন Í আমরা বিশ্বাস করি, জনগণ তাঁকে সুযোগ দিলে তিনি এলাকায় উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করবেন।
তিনি আরও বলেন, ডা. ফজলুল হকের নেতৃত্বে এই এলাকা একটি আধুনিক, মাদকমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। তাঁর মত নেতৃত্ব আজ সময়ের দাবি।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম ৯ আসনের নির্বাচন কমিটির পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুছের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল প্রমুখ।