চাঁদপুর জেলা সংবাদদাতা : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, জেলা সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া হাইমচরে ব্যাপক গণসংযোগ করেছেন। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল থেকে তিনি চরভৈরভী বাজার, শহর আলীর মোড়, পাঠান গো মোড়সহ চরভৈরভীর বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত জনগণের উদ্দেশ্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। সেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে আমি ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চাই। দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে সংসদে পাঠান, ইনশাআল্লাহ বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করবো।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি সাইফুর রহমান আশরাফি, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল হক, ৬নং চরভৈরভী ইউনিয়ন আমীর হাফিজ আব্দুল মান্নান, ইউনিয়ন টিম সদস্য মাওলানা আলমগীর হোসাইন ও চরভৈরভী ইউনিয়ন সেক্রেটারি আহাম্মদ আলী হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।