সিরাজগঞ্জ জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন।

জেলার বিভিন্ন উপজেলার ১৩ জন শহীদের পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফসানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সজিব সরকার এবং যুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদী। অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সহায়তা শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা জোগাবে বলেও বক্তারা মত প্রকাশ করেন।