মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিশাল মানবন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে মুক্তাগাছা শহরের ঢলুয়াবিল এলাকা থেকে তালুকদার ক্লিনিক পর্যন্ত প্রায় ২ কিমি এলাকা জোড়ে মানববন্ধন ছড়িয়ে পড়ে। মানববন্ধনে এমএন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদরাসা, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা, মানাজিল প্রি-ক্যাডেট মাদরাসা, মুক্তাগাছা রেসিডেন্সিয়াল মাদরাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেয়। এসময় শিক্ষার্থীদের হাতে, গলায় হাদির হত্যাকারীদের বিচারে দাবিতে বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন, প্লেকার্ড দেখা যায়।
মুক্তাগাছা ইনকিলাব মঞ্চ আয়োজিত মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তাগাছা ইনকিলাব মঞ্চের প্রধান উপদেষ্টা, এমএন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শামীম, রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার পরিচালক আজিজুল হাকিম শাহীন, মুক্তাগাছা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক আবদুল বাছির নোমানী, এমএন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চীফ কো অর্ডিনেটর আবু বকর ছিদ্দিক, মুক্তাগাছা ইনকিলাব মঞ্চের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা খাইরুল ইসলাম প্রমুখ।