সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : সাঁথিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলের নেতাকর্মীরা।
গত ০৯ সেপ্টেম্বর উপজেলার সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার প্লেকার্ড ফেস্টুন নিয়ে মিছিল করে সমাবেশ স্থলে সমবেত হন। সভাস্থল থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খাইরুণ নাহার খনম মিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু। সভা সঞ্চলনা করে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সালাউদ্দিন খান।
অনুষ্ঠানে উপজেলা, পৌর, ওয়ার্ড ও মহল্লা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।