দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে এক ব্যতিক্রমধর্মী নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছে যশোর সরকারি এমএম কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া প্রায় আটশ’ নতুন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ ও বিশেষ উপহার দিয়ে বরণ করা হয়।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও কার্যকরী পরিষদের সদস্য আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক সভাপতি ও চৌগাছা-ঝিকরগাছা-২ আসনের প্রার্থী মসলেহউদ্দিন ফরিদ, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ও কার্যকরী পরিষদের সদস্য ফকরুল ইসলাম এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সভাপতি কেএম আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমএম কলেজ শাখা শিবির সভাপতি রাসেল ফারহান।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে তরুণরা মাত্র ৩৬ দিনে দীর্ঘ ১৬ বছরের শাসন ব্যবস্থা পরিবর্তন করেছে। অতীতের সরকার ছাত্রশিবিরের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছিল, কিন্তু আমরা সবসময় শিক্ষার্থীদের হাতে কলম তুলে দিয়েছি, অস্ত্র নয়। ইসলামী ছাত্রশিবির মেধাবীদের মূল্যায়ন করে, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দূরে থাকে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, দেশের বিকৃত আদর্শিক ধারা তরুণদের বিপথে নিতে চায়, কিন্তু আমাদের রাজনৈতিক সচেতনতা থাকলে কোনো ফ্যাসিবাদী শক্তি আর প্রতিষ্ঠিত হতে পারবে না। আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।
এমএম কলেজ শাখা সভাপতি রাসেল ফারহান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নৈতিক অবক্ষয় থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। অতীতের কিছু উচ্চশিক্ষিত হলেও নৈতিকতাশূন্য ব্যক্তিরা দেশের জন্য ইতিবাচক কিছু আনতে পারেননি। ইসলামী ছাত্রশিবিরের আদর্শ ও কর্মপদ্ধতি সম্পর্কে জানার আহ্বান জানাই, যাতে বিভ্রান্তি দূর হয়।
আয়োজন শেষে নবীন শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ ও স্মারক উপহার তুলে দেওয়া হয়।