চকরিয়া সংবাদদাতা: চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৫ এর জিপি-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ডুলাহাজারা মারুফিয়া সিনিয়র মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি জুলাই শহীদ পেকুয়ার ওয়াসিম আকরাম ও চকরিয়ার আহসান হাবিবসহ সকল শহীদদের স্মরণ করে বলেন, আজকের মেধাবিরাই পরিবর্তনের বাংলাদেশ গড়ার কর্ণধার। তারাই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। এ জন্য প্রয়োজন দেশকে পরিবর্তনের আগে নিজেদের পড়াশোনার মানকে উন্নত করা। প্রাতিষ্ঠানিক ক্যারিয়ার গড়ার পাশাপাশি গড়তে হবে পরকালীন মুক্তির জন্য নৈতিক ক্যারিয়ার। তাহলেই সম্ভব সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে দেশকে কিছু উপহার দেয়া।
গ্রাম-গঞ্জ-শহর
ছাত্রশিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৫ এর জিপি-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা