দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারের সুপরিচিত ‘নুরু ফার্মেসি’র বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। দুবাইপ্রবাসী এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী ইফতেখার আহমেদ সুজন বর্তমানে দুবাইয়ে কর্মরত। তিনি জানান, প্রবাসে ব্যবহারের জন্য সম্প্রতি তার বাবা মানিকারচর বাজারের নুরু ফার্মেসি থেকে ‘নাপ্রো-এ প্লাস ৩৭৫’ নামের কিছু ওষুধ কেনেন। কেনার সময় তার বাবা বিশেষভাবে অনুরোধ করেছিলেন যেন ওষুধের মেয়াদ দীর্ঘ থাকে। ফার্মেসির কর্মচারী একটি বক্সের ভেতর এক পাতা পূর্ণ ওষুধ এবং কিছু কাটা পাতা সরবরাহ করেন।পরবর্তীতে বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখা যায়, কাটা পাতার ১০টি ট্যাবলেটের মধ্যে ৬টি ট্যাবলেটের মেয়াদ ২০২৫ সালের এপ্রিল মাসে শেষ হয়ে গেছে। অর্থাৎ, মেয়াদোত্তীর্ণ জেনেও ওষুধগুলো গ্রাহকের কাছে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।সুজন জানান, বিষয়টি জানার পর তার বাবা পুনরায় ওই ফার্মেসিতে গিয়ে অভিযোগ করলে মালিক ‘নুরু’ বিষয়টি গুরুত্ব দেননি এবং কোনো সদুত্তর বা আশ্বাস দেননি। নিরুপায় হয়ে সুজন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন যাতে এলাকার সাধারণ মানুষ ওষুধ কেনার সময় প্রতারিত না হন।ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “মেঘনার সাধারণ মানুষ যেন নুরু ফার্মেসি থেকে ওষুধ কেনার সময় অবশ্যই মেয়াদ যাচাই করেন। আমি দেশে থাকলে এই গুরুতর অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতাম।”এ বিষয়ে অভিযুক্ত ফার্মেসি মালিক নুরুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামরুন নাহার কলি জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি বলেন, “ভুক্তভোগী যদি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন, তবে ঔষধ আইন অনুযায়ী সংশ্লিষ্ট ফার্মেসির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
গ্রাম-গঞ্জ-শহর
মেঘনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারের সুপরিচিত ‘নুরু ফার্মেসি’র বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। দুবাইপ্রবাসী এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে