মোংলা সংবাদদাতা : মোংলায় অপহৃত এক নারীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড এবং ঘটনার সঙ্গে জড়িত এক অপহরণকারীকে আটক করা হয়েছে। রোববার বিকেলে কোস্ট গার্ডের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোছাঃ লিমা খাতুন (১৮) নামের ওই নারী খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকায় আসেন। এ সময় কৌশলে তাকে অপহরণ করা হয়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় ভুক্তভোগীর স্বামী খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং আত্মীয়স্বজনের মাধ্যমে খোঁজখবর নিতে থাকেন।

পরবর্তীতে গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ভুক্তভোগীর স্বামী বানিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় সাগর মোল্লা (২৫) নামের এক ব্যক্তি, যিনি অপহরণের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে, তাদের অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হন। সেখানে তিনি নিজেকে ভুক্তভোগীর ভাই পরিচয় দিয়ে পুনরায় ওই নারীকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন।