উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীরা এবং কারিগরি শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার ( ১৭ সেপ্টেম্বর) দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করলে পুরো এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হয়।
শিক্ষার্থী ও প্রকৌশলীরা এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে ভুরুলিয়া রেলগেইট, শিববাড়ি হয়ে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
তারা অভিযোগ করেন, কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে তাদের মর্যাদা খর্ব করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি বলে দাবি করেন তারা।
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একত্রে কর্মসূচিতে অংশ নেন। তাদের অভিযোগ, দেশে ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
অন্যদিকে বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি তারা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক বলে উল্লেখ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট পদক্ষেপ না নিলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
অবরোধ কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, যাত্রী ও যানবাহন চালকেরা দুর্ভোগে পড়েন। গতকাল একই দাবিতে তারা ট্রেন লাইন অবরোধ করে বিক্ষোভ করেছিলেন।
গাজীপুর মেট্রো পুলিশের উপকমিশনার (অপরাধ) রবিউল হাসান জানান, দুপুর থেকে শিক্ষার্থীরা চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ি পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। পরিস্থিতি শান্ত করতে ও যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ আলোচনা চালিয়ে যাচ্ছে। র্যাব এবং সেনাবাহিনী কে ইনফর্ম করা আছে। কোন সমস্যা হলে ব্যবস্থা নেয়া হবে।