খুলনা মহানগরীর টুটপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাভিশনের ন্যাশনাল ডেক্স ইনচার্জ শাফিন খান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর তালতলা জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

সরদার জামে মসজিদের ইমাম মাওলানা সালমান বিন আমীনের ইমামতিতে জানাজায় খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগরী জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগরী জামায়াতের সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক আহম্মদ হামিম রাহাত, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, বাংলাভিশনের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ, বিশেষ প্রতিবেদক আহমেদ সারোয়ার, সিনিয়র নিউজরুম এডিটর নিশান আব্দুল্লাহ, খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, রংপুর ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সময় টেলিভিশনের রিপোর্টার বেল্লাল হোসেন সজল ও তানজিম আহমেদ, সাংবাদিক মোজাহিদুর রহমান, আরিফ বিল্লাহ, ফটো সাংবাদিক সেলিম গাজী, এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল শাহরিয়ার, বিশিষ্ট সমাজসেবক এজাজ আহমেদ, সাংবাদিক আনিসুর রহমান কবির, আব্দুস সালাম, সাব্বির হোসেন, কামাল হোসেন, বাংলাভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাব্লিউ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, বাগেরহাট জেলা প্রতিনিধি মাসুদুল হক, গ্লোবাল টিভির গাইবান্ধা প্রতিনিধি আতিক বাবু, ক্যামেরা পার্সন শাহনেওয়াজ জনি ও তার আত্মীয়-স্বজন-শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে চোখের জলে টুটপাড়া কবরস্থানে শাফিনকে দাফনের মধ্য দিয়ে দুনিয়ার সফর শেষ হয়। পরে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এদিকে বাংলাভিশনের ন্যাশনাল ডেক্স ইনচার্জ শাফিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।

নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন, মরহুম শাফিন খান ছিলেন গণমাধ্যম জগতের এক উজ্জল নক্ষত্র। তিনি সাংবাদিক হিসেবে বেশ কৃতিত্বের সাক্ষর রেখেছেন। তার মৃত্যুতে একজন মেধাবী ও দেশপ্রেমিক গণমাধ্যমকর্মীকে হারালাম। গুণী এ সাংবাদিকের মৃত্যুতে দেশ ও সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কখনো পূরণ হবার নয়। আল্লাহ তায়ালা তার সকল ভুল ত্রুটি গোনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতবাসী করুন।