চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ এলাকায় সামাজিক আলোচনা অনুষ্ঠানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চাঞ্চল্যকর রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন’কে ০২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর একপর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যার মূল অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ ডিসেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ০০১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন নাজিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন (৪৮), পিতা-মৃত ইব্রাহিম, সাং-পূর্ব মন্দাকিনী, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। প্রেস বিজ্ঞপ্তি।