সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম এক বিবৃতিতে সাবেক এমপি গোলাম রেজার সাম্প্রতিক বক্তব্যকে ‘ন্যাক্কারজনক মিথ্যাচার’, ‘রাজনৈতিক দেউলিয়াত্ব’ এবং ‘পাগলের প্রলাপ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গাজী নজরুল ইসলাম বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে গোলাম রেজা যে কুরুচিপূর্ণ ও হাস্যকর বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। তিনি দাবি করেন, এসব বক্তব্য অসত্যে পরিপূর্ণ এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি ব্যর্থ প্রয়াস মাত্র।

বিবৃতিতে গোলাম রেজার আচরণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একজন প্রাক্তন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ অনাকাঙ্ক্ষিত। সস্তা জনপ্রিয়তা অর্জন ও নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই তিনি অন্যের চরিত্রহননে লিপ্ত হয়েছেন বলেও অভিযোগ করেন গাজী নজরুল ইসলাম। তার ভাষায়, এসব বক্তব্য উন্মাদনাপ্রসূত প্রলাপ, যা কেবল ব্যক্তিগত হীনম্মন্যতা ও বিকৃত মানসিকতারই পরিচায়ক।

গাজী নজরুল ইসলাম আরও বলেন, সাতক্ষীরার মাটিতে তার দীর্ঘদিনের রাজনৈতিক স্বচ্ছতা ও জনসেবার গৌরবময় ভূমিকা প্রশ্নবিদ্ধ করতেই একটি পরিকল্পিত ষড়যন্ত্র চালানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মিথ্যাচারের মাধ্যমে সত্যকে চাপা দেওয়া সম্ভব নয় এবং যারা জনবিচ্ছিন্ন হয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, সময়মতো জনগণই তাদের জবাব দেবে।

বিবৃতির শেষাংশে তিনি সতর্ক করে জানান, ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার অব্যাহত থাকলে তিনি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে সাধারণ জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।