কুমিল্লা অফিস : কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের নেতা শাহ আলম দুলাল (৪৮) ও তার ১৩ সহযোগী দেশীয় অস্ত্রসহ গ্রেফতারের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাত ৪টায় তাদের গ্রেফতারের পর বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর রাতে দেবিদ্বার থানার ভিংলাবাড়ী এলাকায় জেলা গোয়েন্দা শাখা ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ চেকপোস্টে হাইচ মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-৭১৯৭) থামতে বাধা পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকালে ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, হাইচ গাড়ি, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের দুল, আংটি, রুপার নুপুর ও নগদ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের মধ্যে মূলত কুমিল্লার বিভিন্ন থানার পরিচিত ডাকাত সদস্যরা রয়েছেন।

জব্দকৃত সরঞ্জাম ও অস্ত্রের মধ্যে আছে, ১টি কালো রঙের হাইচ গাড়ি (ঢাকা মেট্রো-চ-৫৩-৭১৯৭), ২টি কাটার প্লাস, ২টি কুড়াল, ২টি স্টিলের রেদ, ২টি চেইন, ১টি ডেগার কাটযুক্ত, ২টি রামদা, ১টি ধামা, ১টি স্টিলের চাপাতি, ১টি বাটযুক্ত চেইন, ১টি নীল রংয়ের ব্যাগ, ২টি প্লাস্টিকের বস্তা, ১১টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন।