রংপুরের শ্যামপুর চিনিকল চালুর জন্য বরাদ্দকৃত অর্থ ছাড়ের দাবিতে শ্যামপুর চিনিকল চালুকরণ সংগ্রাম পরিষদের উদ্যোগে গত ২০ আগষ্ট বুধবার শ্যামপুর বটতলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামপুরের গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষক সমিতি রংপুর জেলা সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক কাফি সরকার, শ্যামপুর চিনিকল চালুকরণ সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সহ শ্যামপুর চিনিকল এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসী।
মানববন্ধন সমাবেশে বক্তারা শিগগির শ্যামপুর চিনিকল চালুর অর্থ ছাড় করার ব্যবস্থা করে শ্যামপুর চিনিকল চালুর ব্যবস্থা করার দাবি জানান।